শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চৌহালী আ.লীগের সভাপতি তাজ, সম্পাদক ফারুক

চৌহালী আ.লীগের সভাপতি তাজ, সম্পাদক ফারুক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে তাজউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ফারুক সরকার নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ফল ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহাব উদ্দিন ফরাজী। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান অনুপস্থিত থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাজউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী পেয়েছেন ৯৭ ভোট।

এর আগে বেলা ১১টার দিকে চৌহালী সরকারি কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান।

এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ-৫ (চৌহালী- বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার পারভেজ লিমন প্রমুখ।

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হয়। কিন্তু সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে মুজিবুর রহমান সম্মেলনের শুরু থেকেই অনুপস্থিত ছিলেন। এ কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অপর প্রার্থী তাজউদ্দিনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ফারুক সরকার বিজয়ী হন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর