শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

করোনার ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই প্রভাব মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শোষিত নিভৃত মানুষের কথা ভেবেই স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষমতা গ্রহণের পর থেকে স্বাধীনতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে সরকার। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে কাজ করা হচ্ছে।তিনি বলেন, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নানা মেগা প্রজেক্টের কাজ চলছে দেশে। তবে সারাবিশ্বে বর্তমানে করোনার কারণে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে সব প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ বছর নিজ নিজ ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ৮ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে।

পুরস্কার পেয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।

এছাড়া, শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্‌ এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই