বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওসাম ওসমান জাহিদ হাসান

ওসাম ওসমান জাহিদ হাসান

ক্যারিয়ারে অনেক নামেই অভিনয় করে খ্যাতি পেয়েছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। ‘আজ রবিবার’ নাটকের আনিস থেকে শুরু করে ‘আরমান ভাই’ সিরিজের আরমান; সবখানেই তিনি ছিলেন অনবদ্য। আজও দর্শকের মনে বিনোদন দেয় চরিত্রগুলো।

এবার তিনি হাজির হচ্ছেন ওসমান চরিত্রে। সম্প্রতি নির্মিত হয়েছে একটি নাটক ‘ওসাম ওসমান’। এখানেই তাকে এ চরিত্রে দেখা যাবে।

‘ওসাম ওসমান’ নাটকটি রচনা করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন ব্যস্ত নির্মাতা আদিত্য জনি। আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে ওসমান চরিত্রে জাহিদ হাসানকে ভিন্ন লুকে দেখা যাবে এ নাটকে। তার সঙ্গে নার্গিস চরিত্রে দেখা মিলবে প্রভার।

এছাড়াও অভিনয় করেছেন মিলি মুন্সী, মুকুল, হানিফ, ছোটো আনোয়ার, আরশি খান, আনোয়ার হোসেন, ইমরান হাসো সহ ১ডর্জন তারকা’রা।

পরিচালক নাটকের গল্প সম্পর্কে জানান, ওসমান পাড়ার পরিচিত ভাই। ওসমান কোনো রাজনৈতিক নেতা নয়; কোনো সংগঠন বা দলের জনপ্রতিনিধি নয়; তবু ওসমান জনদরদি। পাড়া- মহল্লার সবার চোখের মণি। ওসমানকে সবাই আদর করে ওসাম ওসমান বলে ডাকে। কারণ, এলাকার বাল্যবিবাহ, সুধ-ঘোষ, চাঁদাবাজি, ঝগড়া-মারামারি, ছিনতাই সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি ওসমান। সেইসঙ্গে কার সংসার ভেঙ্গে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্ট আছে, কে অসহায়, এই সকল মানুষের খবর নিয়ে তাদের মাথায় ছায়া দেয় ওসমান।

ওসমান একজন বুদ্ধিমান, শিক্ষিত ও জনদরদি হবার কারণে ‘ওসাম ওসমান’ খেতাব পায় গণমানুষের কাছ থেকে।

সেই ওসাম ওসমানকে থাপ্পর দেয় মহল্লার নতুন ভাড়াটিয়া নার্গিস। ওসমানকে থাপ্পর মারার খবর সাড়া মহল্লায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নার্গিসের বাড়িতে ইট-পাথর পরে। মানুষের রোষানলে নার্গিসের পরিবার বিপদগ্রস্ত হয়।

কে এই নার্গিস? ওসাম ওসমানকে কেনোইবা তিনি থাপ্পর দিলেন? ওসাম ওসমান কি প্রতিশোধ নেবেন? নার্গিসের পরিণতি ও ওসাম ওসমানের জনপ্রতিনিধি না হয়েও জনদরদি হওয়ার কারণ জানতে হলে দেখতে হবে একক নাটক ‘ওসাম ওসমান’।

‘ওসাম ওসমান’ নাটকটি শিগগিরই একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা আদিত্য জনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর